কঙ্গোর গোমা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ

অগ্ন্যুৎপাতের আশংকা

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

ডি আর কঙ্গো কর্তৃপক্ষ আগ্নেয়গিরি নিরাগঙ্গ থেকে আবারো অগ্ন্যুৎপাতের আশংকায় বৃহস্পতিবার গোমা শহরের অংশবিশেষ থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় সামরিক গভর্নর জেনারেল কন্সট্যান্ট এনদিমা জনগণের উদ্দেশ্যে বলেন, এ মুহূর্তে আমরা অগ্ন্যুৎপাত শুরুর বিষয়টি উড়িয়ে দিতে পারি না। সতর্কতা ছাড়াই যে কোন মুহূর্তে অগ্ন্যুৎপাত শুরু হয়ে যেতে পারে। খবর বাসসের। তিনি আরো বলেন, দ্রুতই পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, লোকজনকে সরিয়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। হুড়োহুড়ি না করে শান্তিপূর্ণভাবে তা করা উচিত।
সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষ পরিবহনের ব্যবস্থা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনার রাজনৈতিকীকরণ তদন্তের জন্য ক্ষতিকর হবে : চীন
পরবর্তী নিবন্ধকরোনায় বিশ্বে মৃত্যু ৩৫ লাখ ছাড়াল