কক্সবাজার সৈকতে ফের বিষাক্ত লাল জোয়ার

কক্সবাজার প্রতিনিধি

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে ফের আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের বিষাক্ত ‘লাল জোয়ার’! গত শনিবার থেকে পেঁচারদ্বীপ, হিমছড়ি ও দরিয়ানগর সৈকতে বিষয়টি লক্ষ্য করছেন সমুদ্র বিজ্ঞানী ও গবেষকরা। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম শনিবার পেঁচারদ্বীপ সৈকতে হার্মফুল এ্যালগাল ব্লুম’র ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি বলেন, আজকের ফাইটোপ্লাংক্টন ব্লুমের জন্য ডায়াটমই এককভাবে দায়ী প্রজাতি। এই প্রজাতির নাম এস্টেরিওনেলোপসিস গ্ল্যাশিয়ালিস (Asterionellopsisglacialis)। এই প্রজাতি ছাড়া অন্য কোনো ফাইটোপ্লাংক্টন প্রজাতির অস্তিত্ব সমুদ্রবিজ্ঞানীদের পরীক্ষায় ধরা পড়েনি বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত এপ্রিল মাসেও কক্সবাজার সৈকতে লাল জোয়ার আছড়ে পড়ে। সমুদ্রবিজ্ঞানীরা ২০২১ সালের ফেব্রুয়ারির শেষদিক থেকে সৈকতে এই ‘লাল জোয়ার’র বিষয়টি লক্ষ্য করছেন বলে জানান বোরির বিজ্ঞানী তরিকুল ইসলাম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সমুদ্রবিজ্ঞানী নাসমুল সাকিব বলেন, এক ধরনের ক্ষতিকর ফাইটোপ্লাংটনের (উদ্ভিজ্জ অনুজীব) কারণে সাগরের পানির রঙ হলুদ বা বাদামীতে রূপান্তরিত হয়। আর সেই বাদামী বা হলুদ পানির জোয়ারই বিশ্বব্যাপী ‘লাল জোয়ার’ নামে পরিচিত। সাগরের পানিতে হার্মফুল এলগার্ল ব্লুম বা এইচএবি (HAB) ঘটলেই লাল জোয়ারের সৃষ্টি হয়। এ কারণে সাগরের মাছসহ অন্যান্য প্রাণীর জীবন হুমকীর মুখে পড়ে।

আবহাওয়াগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাগরগুলোতে মাঝেমধ্যেই ’লাল জোয়ার’র ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান ড. শফিকুর রহমান। তিনি বলেন, ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকলে কূলবর্তী সাগর ও নদীতে এক ধরনের ক্ষতিকর ফাইটোপ্লাংটন বিস্তার করে। হলুদ বা বাদামী রঙের হার্মফুল এলগার্ল ব্লুম বা এইচএবি অনিয়ন্ত্রিত পর্যায়ে পৌঁছালেই এই লাল জোয়ারের সৃষ্টি হয়। নদীর স্বাদু পানি যখন সমুদ্রের লবণাক্ত ভারী পানির সাথে মিশে, তখন সেটি সমুদ্রের পানির কলামে হরাইজন্টালি বা আনুভূমিকভাবে স্তর পূনঃবিন্যাস (স্ট্রেটিফিকেশন) না করে ভার্টিক্যালি বা উল্লম্বভাবে বিন্যস্ত হলেই সাগরের পানিতে অক্সিজেন শূন্যতা তৈরি হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্ধবীর বাসায় সন্ধ্যার পর যেতেন বাবুল, থাকতেন রাতে
পরবর্তী নিবন্ধশীর্ষ ২০ ঋণখেলাপির একজন সম্রাটের বিরুদ্ধে পরোয়ানা