কক্সবাজার পৌর আ.লীগের ১৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজার পৌরসভার নির্বাচনে দলীয় মনোনীত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের ১৩ জন নেতাকে বহিস্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিস্কৃতরা হলেনপৌর আওয়ামী লীগের সদস্য ইউচুফ বাবুল ও আলী হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮নং ওয়ার্ডের সহসভাপতি আবদুল জলিল, ১২নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম দানু, ১নং ওয়ার্ডের ৮নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১নং ওয়ার্ড ৮নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১নং ওয়ার্ডের ৬নং ইউনিট সদস্য জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম। তারা আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধযোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে ৭.৫ শতাংশ
পরবর্তী নিবন্ধখামারিদের উৎপাদিত দুধ ভোক্তাদের জন্য নিরাপদ হতে হবে : বিভাগীয় কমিশনার