কক্সবাজার পৌরসভায় জন্মনিবন্ধন সনদ প্রদান শুরু সোয়া ৩ বছর পর

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:০১ অপরাহ্ণ

সোয়া ৩ বছর বন্ধ রাখার পর কক্সবাজার পৌরসভায় জন্মনিবন্ধন সনদ প্রদান কার্যক্রম চালু হয়েছে আজ মঙ্গলবার (১ ডিসেম্বর)।
ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা ঢলের পর থেকে বন্ধ ছিল কক্সবাজারের চার পৌরসভাসহ ৭১টি ইউনিয়নের সার্ভার সিস্টেম।
তবে গত ৬ অক্টোবর জেলার সার্ভার সিস্টেম খুলে দেওয়া হলেও কক্সবাজার পৌরসভার জন্মনিবন্ধন সনদসেবা চালু হয়েছে আজ মঙ্গলবার।
আজ সকালে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জন্মনিবন্ধন সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় পৌর প্যানেল মেয়র, হেলালউদ্দিন কবীর, শাহেনা আক্তার পাখি, সালাউদ্দিন সেতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সেবা ফের চালুর কারণে শহরের বাসিন্দারা জন্ম ও মৃত্যু সনদসহ বন্ধ থাকা সকল গুরুত্বপূর্ণ সেবা ফিরে পেল।
জমি রেজিস্ট্রি, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও ভোটার হওয়াসহ নানা প্রয়োজনীয় কাজে জন্মনিবন্ধন সনদ অত্যাবশ্যকীয় হওয়ায় কক্সবাজার জেলাবাসী এ নিয়ে চরম ভোগান্তিতে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করায় মামলা-জরিমানা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা