‘কক্সবাজার এক্সপ্রেস’ চলবে ১ ডিসেম্বর থেকে

কক্সবাজারের বাণিজ্যিক ট্রেনের নামকরণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

নবনির্মিত দোহাজারীকক্সবাজার রেলপথে গত ১১ নভেম্বর ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রধানমন্ত্রী বেলা ১২টায় কক্সবাজারে দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন থেকে বহুল প্রতীক্ষিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারীকক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আগামী ১ ডিসেম্বর থেকে প্রথমে ঢাকাচট্টগ্রামকক্সবাজার রুটে একটি বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। ঢাকা থেকে কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনটির জন্য ৬টি নাম প্রস্তাব করে রেলপথ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, কক্সবাজার রুটের বাণিজ্যিক ট্রেনটির নামকরণ করবেন প্রধানমন্ত্রী।

গতকাল সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানিয়েছেন ঢাকাকক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে একটি ট্রেন আগামী ১ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে। এছাড়াও আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকালালমনিরহাট রুটে ‘বুড়িমাড়ি’ এক্সপ্রেস নামেও একটি ট্রেন চলাচল করবে।

দোহাজারীকক্সবাজার রুটে নতুন রেল লাইন নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে চট্টগ্রামকক্সবাজারসহ সারাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। পর্যটন নগরীর কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ট্রেনের করে কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য সারাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। আর আগামী ১ ডিসেম্বর প্রথম ট্রেনে করে পর্যটকরা কক্সবাজার যেতে পারবেন। এর মধ্যদিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভ্রমণ পিপাসুদের।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদুর্দান্ত জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া