কক্সবাজার উপকূলে ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ

আজাদী অনলাইন | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:১০ অপরাহ্ণ

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে সাত জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ১১ জন।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।

তিনি বলেন, ‘সাগর উত্তাল রয়েছে। প্রচণ্ড ঢেউয়ে জাকির হোসেনের ‘মায়ের দোয়া ফিশিং ট্রলার’ ডুবে গেছে। এতে ১১ জেলে নিখোঁজ রয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু