কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় শহরের কলাতলী সড়কের ‘আমারি রিসোর্ট’ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।
হোটলের নথিতে নিবন্ধন মতে নিহত তরুণীর নাম ফারজানা আক্তার (২৩)। তিনি কুমিল্লা জেলার সদর উপজেলার বাগদিয়া ইউনিয়নের কল্যাণদী এলাকার মোহাম্মদ সাগরের স্ত্রী। তার স্বামী সাগর ওই এলাকার মো. জয়নাল মীজী’র ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে মোহাম্মদ সাগর পলাতক রয়েছে।
হোটেল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ট্যুরিস্ট পুলিশ সুপার জানান, রবিবার স্বামী-স্ত্রী পরিচয়ে মোহাম্মদ সাগর ও ফারজানা কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার ‘আমারি রিসোর্টে’ ওঠেন। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের হোটেল ছাড়ার কথা ছিল কিন্তু দুপুরের পরও তাদের সাড়াশব্দ না পেয়ে হোটেলের লোকজন কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করে। এরপরও ভিতর থেকে তাদের কোনো ধরনের সাড়াশব্দ না পেয়ে হোটেলের লোকজনের সন্দেহ সৃষ্টি হলে তারা দরজা ভেঙে দেখতে পান ফারজানা আক্তার খাটে শোয়া অবস্থায় পড়ে আছে। এসময় স্বামী পরিচয়ে হোটেলে ওঠা সাগর কক্ষের ভিতরে ছিলেন না। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেল কক্ষের ভিতরে খাটে শোয়া অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
তিনি জানান,নিহত তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পরিচয়ে হোটেলে ওঠা মোহাম্মদ সাগর পলাতক রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।