কক্সবাজারে সপ্তাহব্যাপী বইমেলা শুরু কাল

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারে সপ্তাহব্যাপী বইমেলা আগামীকাল ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শহরের কেন্দ্রস্থল পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এ মেলার আয়োজন করছে জেলা প্রশাসন। সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি এবং জ্ঞান ও সৃজনশীল কেন্দ্র। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আবুল কালাম মেলার উদ্বোধন করবেন।
এবারের বই মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থাগুলো অংশ নেবে বলে জানিয়েছেন বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাড. তাপস রক্ষিত। তিনি জানান, বই মেলায় ৫০টি স্টল থাকবে। ইতোমধ্যে অধিকাংশ স্টলই বুঝে নিয়েছেন প্রকাশনী সংস্থাগুলো। অন্যান্য আয়োজনের সব প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আ. লীগ নেতা বেলাল হত্যার ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধগুমানমর্দনে হারুণ ভাণ্ডার দরবারে ওরশ