কক্সবাজারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নারী বিচ ভলিবলের সমাপ্তি

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও নারী আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সমাপ্ত হয়। প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আট জাতির এই টুর্নামেন্টে মহিলা বিভাগে শ্রীলংকার দিপীকাসাতুরিকা জুটি ২১১১, ২১১১ পয়েন্টে সরাসরি ২০ সেটে নেপালের কামালাকোপিলা জুটিকে হারিয়ে শিরোপা জেতে। আজ ৩০ ডিসেম্বর সকালে একই ভেন্যুতে শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যকার পুরুষ বিভাগের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল,মালদ্বীপ, ভুটান ও কিরগিজস্তান এই ৭টি দেশের পুরুষ দল এবং বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধমেলবোর্নে ভারত পাকিস্তান টেস্ট?
পরবর্তী নিবন্ধসিসিএ’র জার্সি উন্মোচন