কক্সবাজারে ধর্ষিত নারীর জবানবন্দি গ্রেপ্তার হোটেল ম্যানেজার চার দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৪৬ পূর্বাহ্ণ

স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে ধর্ষণের মামলায় গ্রেপ্তার জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজুদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ধর্ষণের শিকার সেই নারী শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৮ পৃষ্ঠার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, তার ৮ মাস বয়সী অসুস্থ শিশুটি সন্তানটির চিকিৎসার অর্থ যোগাড় করতেই তিন মাস আগে স্বামী ও সন্তানকে নিয়ে তিনি কক্সবাজারে আসেন এবং শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করেন। তার শিশুটির হার্টে ছিদ্র ধরা পড়েছে। যার চিকিৎসায় ১০ লাখ টাকা প্রয়োজন। গত ২২ অক্টোবর ওই নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে ধর্ষিতার স্বামী মামুন মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া ট্যুরিস্ট পুলিশকে। মামলার আসামিরা হলো আশিকুর রহমান, তার তিন সহযোগী ইস্রাফিল হুদা ওরফে জয়, মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন। আসামিদের মধ্যে জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে ২২ ডিসেম্বর রাতে গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার আসামিদের মধ্যে আশিকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজি বিভিন্ন আইনে ১৭টি এবং জয়ের নামে ২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা ল্যাব পরীক্ষামূলক চালু হচ্ছে বুধবার
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি সভায় কণ্ঠভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন!