কক্সবাজারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার তিন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলীতে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৩৮ জন নেতকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত রোববার (৯ নভেম্বর) সকালে শহরের কলাতলী সড়কে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিলটি করেন।

মিছিলটি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন। এরপরই সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। পৃথক অভিযানে মিছিলে অংশ নেয়া কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামী লীগ নেতা মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ খান জানিয়েছেন, মামলায় ৩৮ জন ছাড়াও অজ্ঞাতনামা আসামিও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজনগণের ভালোবাসা ও বিশ্বাসই জামায়াতের মূল শক্তি
পরবর্তী নিবন্ধআর্তমানবতার সেবায় রোটারির ভূমিকা অনন্য