কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো নারীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। গতকাল রোববার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন।

পুলিশ ও স্পিটবোট চালকরা জানান, গতকাল এক স্পিটবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদীর মোহনায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। তখন তিনি স্পিটবোটের লাইনমেনকে বিষয়টি অবগত করেন। তখন তারা পুলিশে খবর দেয়।

এসআই রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ স্পিটবোট যোগে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অজ্ঞাত নারীর মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহ কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধড্রামভর্তি ১ হাজার ২৭ লিটার সয়াবিন তেল চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার