দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে ইতোমধ্যেই নানামাত্রিক চরিত্রে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় এবার ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে তাকে। যিনি কক্সবাজার সৈকতে বেড়াতে আসা কাপলের ছবি তুলেন। চঞ্চল চৌধুরীর এমন চরিত্র নির্মিতব্য ‘পিকচারম্যান’ নামের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকের। খবর বাংলানিউজের। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব। এর গল্প রচনা করেছেন বৃন্দাবন দাস। নাটকের গল্পে, চঞ্চল চৌধুরী কক্সবাজারে বেড়াতে আসা কাপলের ছবি তুলেন। কিন্তু হঠাৎ একদিন সৈকতে দেখা হয়ে যায় দীর্ঘদিনের ভালোবাসার মানুষের সঙ্গে। তবে একা নন, সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলেও। এরপর নাটকের গল্প ভিন্ন দিকে মোড় নিবে। ‘পিকচারম্যান’ নাটকে চঞ্চল চৌধুরীর প্রেমিকার চরিত্রে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশিকে। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারহানা মিলি, নূর এ আলম নয়ন, জাহাঙ্গীর আলম, রিমি করিমসহ অনেকেই। নির্মাতা সূত্রে জানা যায়, বর্তমানে কক্সবাজারে ধারাবাহিক নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। এটি আসছে ঈদুল ফিতরের বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে প্রচার হবে।