কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তালিকা চাইলেন হাইকোর্ট

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১২:৪০ অপরাহ্ণ

কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৪ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আগামী ৬ জুনের মধ্যে কক্সবাজারের জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধগৌরবময় স্বাধীনতা উদযাপনে যুক্তরাষ্ট্রে ‘জয় বাংলা কনসার্ট’
পরবর্তী নিবন্ধতৃতীয় দিনেও আন্দোলন করছে চুয়েট শিক্ষার্থীরা, এবার দশ দফা দাবি