কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর (সংরক্ষিত) শাহেনা আকতার পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ নেত্রী শাহেনা আকতার পাখি কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার এজহারভুক্ত আসামি। তাই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে বাসায় অবস্থান খবর পায় পুলিশ। বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। থানার প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।