রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ ও আরএফপি কক্সবাজারের উদ্যোগে গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ। এতে সভাপতিত্ব করেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মাছুম আহমেদ। প্রধান অতিথি ছিলেন আরএফপি ইন্টারন্যাশনালের ডেপুটি সেক্রেটারি জেনারেল দিপীকা সিং। বিশেষ অতিথি ছিলেন এসিআরপির সেক্রেটারি জেনারেল রেভারেন্ড ড. ইয়োশিনরি সিনোহারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরএফপি বাংলাদেশের নির্বাহী সদস্য চিত্রশিল্পী অধ্যাপক মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন আরএফপি কক্সবাজারের সভাপতি অধ্যক্ষ ক্য থিং অং। সঞ্চালনায় ছিলেন আরএফপি কক্সবাজারের সেক্রেটারি জেনারেল অধ্যাপক উজ্জ্বল দেব। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ভুল ব্যাখ্যার কারণে যেমন মানুষে মানুষে ধর্মীয় শান্তি বিনষ্ট হচ্ছে, তেমনি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেও পৃথিবীর দেশে দেশে আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা করা সম্ভব হচ্ছে না। প্রকৃত অর্থে যারা ধার্মিক তারা কখনো মানুষের অমঙ্গল কামনা করতে পারে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, অধ্যাপক আখতার আলম, প্রকৌশলী বদিউল আলম, অধ্যক্ষ রহমত সালাম, অধ্যক্ষ অজিত দাশ, ড. অলক চক্রবর্তী, আরএফপি বাংলাদেশের অর্থ সম্পাদক কবি বিশ্বজিৎ বড়ুয়া, অ্যাডভোকেট শারমিন সিদ্দিকা লিমা, অধ্যাপক শাহনূর আক্তার, নীলোৎপল বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, অ্যাডভোকেট প্রতিভা দাশ ও প্যাস্টর সুশান্ত নাথ। এর আগে সকালে বৌদ্ধ মন্দির সংলগ্ন আরডিএফের কার্যালয়ে এবং দুপুরে চৌফলদণ্ডী ইউনিয়নের রাখাইন বৌদ্ধ মন্দিরে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ, খেলনা ও শিশুখাদ্য বিতরণ করেন। এছাড়া ৫০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












