কক্সবাজারকে প্রকৃতিবান্ধব পর্যটন নগরের রূপ দিতে হবে

পর্যটন মেলা ও বিচ কার্নিভালে এমপি জাফর

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা পর্যটন জেলা কক্সবাজারকে তার মনের মতো করেই সাজাচ্ছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে এই কক্সবাজার যাতে বিদেশী পর্যটক-দর্শনার্থীদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয় সেজন্য বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। পুরো কঙবাজারকে ঘিরে বর্তমানে চলছে উন্নয়নের মহাকর্মযজ্ঞ।
বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ৭দিন ব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি জাফর আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়ন কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে কক্সবাজারকে বিশ্বের কাছে আরো বেশি ব্র্যান্ডিং করতে হবে। এতে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল স্থায়ীভাবে আন্তর্জাতিক রূপ পাবে। কক্সবাজার জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন-সম্পদগুলো রক্ষা করতে হবে। জেলার বিভিন্ন জাতি-গোষ্ঠির কৃষ্টি-কালচার এবং কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এবং জেলা প্রশাসনকে প্রণোদনা দিতে হবে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল খাইরুল আলম সরকার, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতি বিনষ্টকারীদের কোনো ছাড় নেই : সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধলামায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার