বেইজিংয়ে কয়েকদিন আগে চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস চলাকালে একটি সেশন থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে নাটকীয়ভাবে সরিয়ে নেওয়ার আগের মুহূর্তগুলোতে যা যা ঘটেছিল তার একটি নতুন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে হু’র বামে বসা পলিটব্যুরোর বিদায়ী সদস্য লি ঝানশুকে সাবেক প্রেসিডেন্টের হাত থেকে একটি নথি সরিয়ে নিতে ও তার সঙ্গে কথা বলতে দেখা গেছে। খবর বিডিনিউজের।
চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংকে ভিডিওতে এক ব্যক্তিকে দীর্ঘ নির্দেশনা দিতেও দেখা গেছে, ওই ব্যক্তিই পরে হু’কে মঞ্চ ছেড়ে যেতে রাজি করানোর চেষ্টা করেন ও হাত ধরে তাকে বাইরে নিয়ে যান। সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া এ ভিডিওটি প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি।