চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত এবং এম.এম ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজ এর পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল একটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলাটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং শহীদ শাহজাহান সংঘের মধ্যকার এ খেলাটি অনুষ্ঠিত না হওয়ায় দুটি দলই একটি করে পয়েন্ট অর্জন করেছে। দিনের দ্বিতীয় খেলায় ওল্ড প্লাসিডিয়ানস এসোসিয়েশন (ও.পি.এ) ১০ রানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ফ্রেন্ডস ক্লাব ও.পি.এ কে প্রথমে ব্যাট করতে পাঠায়।
নির্ধারিত ১৬ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে ও.পি.এ। দলের পক্ষে সাকিবুর রহমান ৪০ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া রিয়াদ মো. মোস্তফা ৩৪ রান সংগ্রহ করেন। দুই ওপেনার রাজিব মো. মোস্তফা এবং কায়সার পারভেজ চৌধুরীর ব্যাট থেকে আসে ১৪ রান করে। অতিরিক্ত থেকে আসে ১১ রান। ২টি করে উইকেট নেন ফ্রেন্ডস ক্লাবের ইবনুুল হায়দার রিপন এবং ইদি আমিন। ১টি করে উইকেট পান মো. আজিমউদ্দিন এবং ফজলে আহসান টিটু।
জবাবে ফ্রেন্ডস ক্লাব এক বল আগেই ১৫.৫ ওভার খেলে ১২৭ রান তুলে অল আউট হয়ে যায়। দলের হয়ে ওপেনার আবদুল আহাদ রিপন ২১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া আরিফ আহমেদ চৌধুরী ১৬ রান সংগ্রহ করেন ১৭ বলে খেলে। ১১ রান করে আসে জুবায়ের আহমেদ,সুদর্শন মন্টি এবং ফজলে আহসান টিটুর ব্যাট থেকে। অতিরিক্ত থেকে আসে ১৪ রান।
ও.পি.এ দলের মনোয়ার হোসেন ৩টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন রিয়াদ মো. মোস্তফা এবং রাইসুর রহমান। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী ও.পি.এ দলের খেলোয়াড় রিয়াদ মো. মোস্তফা। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ও এলিট পেইন্ট এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক রাবেজ আহমেদ।