ও আমার

অরুণ শীল | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

ও আমার বরলিয়া
ও আমার মৌলভীহাট
আমাকে খেলতে ডাকিস
শুকালে ধানকাটা মাঠ।
ও আমার ঊনাইনপুরা
ও আমার পেরলা গ্রাম
তোরা কি ভুলে গেছিস?
আমিও ধান উল্টাতাম।
ও আমার বাড়ইকাড়া
দরগার গজালিরা
আমাকে নেয় ফিরিয়ে
দেব দই গুড় ও চিড়া।
ফিরিয়ে নেয় আমাকে
ধরি মাছ খালে বিলে
বড়রা বললে বলুক
এতদিন কোথায় ছিলে ?
গিয়েছি রাঙা পথে
শিখেছি বুক মেলাতে
এসেছি খেলবো সবাই
নেবে কি সব খেলাতে?
ও আমার বরলিয়া
ও আমার জন্মভিটে
কত যে স্বপ্ন দিলে!
রেখে মা কোলে পিঠে
আমি তোর বোকা ছেলে
এসেছি তোকে ফেলে।

পূর্ববর্তী নিবন্ধআয় ছুটে ইশকুল
পরবর্তী নিবন্ধড. জামাল নজরুল ইসলাম