ওয়েস্ট ইন্ডিজ রওয়ানা হলো বাংলাদেশ দলের প্রথম বহর

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর টেস্ট অধিনায়ক মোমিনুল হক স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তার জায়গায় সাকিব আল হাসান তৃতীয়বারের মত অধিনায়ক মনোনীত হয়েছেন। আর লিটন দাশকে করা হয়েছে সহ অধিনায়ক। নতুন অধিনায়ক এবং সহ অধিনায়কের নেতৃত্বে নতুন মিশন শুরু করেছে বাংলাদেশ দল। এরই মধ্যে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ সফর। অ্যান্টিগায় আগামী ১৬ জুন থেকে প্রথম টেস্ট শুরু হবে । তার আগে তিনচার বহরে ওয়েস্ট ইন্ডিজ যাবার কথা জাতীয় দলের। যার প্রথম বহর রওয়ানা দিয়েছে গত রাতে। একই ফ্লাইটে টিকিট পাওয়া না যাওয়ায় ছোট ছোট বহরে ভাগ হয়েই এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে জাতীয় দল। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তারপর তিন ম্যাচের টিটোয়েন্টি আর সব শেষে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজ। সে মিশন সামনে রেখে গতকাল শুক্রবার রাতেই শুরু হয়েছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ যাত্রা। রাতে দেশ ছেড়েছেন ৬ সদস্যের টিম বাংলাদেশের প্রথম বহর।

এই ছয় জনের মধ্যে মোমিনুল হক যাবেন এমিরেটসের ফ্লাইটে। তিনি রওয়ানা হয়েছেন রাত ১০টা ৪০ মিনিটে। তার আগে বাকি ৫ জুনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা আর মাহমুদুল হাসান জয় ঢাকা ছেড়েছেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের ফ্লাইটে। এরপর ৫, ৬ ও ৮ জুন আরও তিন বহর যাবে ওয়েস্ট ইন্ডিজ। এর বাইরে যুক্তরাজ্য থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন আরও দুজন। তারা হলেননতুন সহ অধিনায়ক লিটন দাস আর উইকেটকিপার নুরুল হাসান সোহান। তারা দুজনই এখন যুক্তরাজ্যে রয়েছে বেড়ানোর উদ্দেশ্যে। এর মধ্যে লিটন দাস আছেন সপরিবারে। নতুন অধিনায়ক সাকিব আল হাসানও কোনো এক বহরে যুক্ত হবেন। তবে তিনি ৬ নাকি ৮ জুন যাবেন তা জানা যায়নি। এদিকে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ৬ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। পেসার মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম যাবেন ৮ জুন । এরপর বাকিরা যাবেন পর্যায়ক্রমে।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকেই অধিনায়কের উপযুক্ত মনে করেন মিরাজ
পরবর্তী নিবন্ধকেকের হার্টের ৭০ শতাংশ ব্লকেজ ছিল!