আগামী জুলাইয়ে শ্রীলংকার মাটিতে বসবে নারী বিশ্বকাপের কোয়ালিফায়ার। তার আগে প্রস্তুতির জন্য বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ। যিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাসের কারণে লম্বাসময় ক্রিকেট থেকে বাইরে ছিল উইন্ডিজ নারী দল। জুলাইয়ে যেহেতু উপমহাদেশে হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার। তাই বাংলাদেশ বা ভারতে সফর করতে চান ওয়ালশ। কেননা তাদের হাতে খুব বেশি সময় নেই। ওয়ালশ জানিয়েছেন, এক্ষেত্রে বেশি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। অনলাইন প্রেস কনফারেন্সে ওয়ালশ বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই।
বর্তমানে আমাদের মূল এজেন্ডা হলো কোয়ালিফায়ার। আমাদেরকে কোয়ালিফায়ারের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে এবং এর জন্য যা প্রয়োজন সবই করতে হবে। আমরা যেকোনো সফরে যাওয়ার আশা করছি। এটা হয়তো বাংলাদেশ বা ভারত হতে পারে। এখনও কথা চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ বেশ আগ্রহ প্রকাশ করেছে। আমরা আশাবাদী যে যেকোনো একটা সফর করতে পারব। বিশেষ করে উপমহাদেশে করতে চাইছি কারণ কোয়ালিফায়ার হবে শ্রীলংকায়। তাই বাংলাদেশ বা ভারতই আমাদের জন্য আদর্শ হবে। একবার সফরের বিষয়ে নিশ্চিত তথ্য পেলে আমরা প্রস্তুতি ক্যাম্প শুরু করতে পারব। এরই মধ্যে অ্যান্টিগায় শুরু হয়ে গেছে ২৪ জনের অনুশীলন ক্যাম্প। যা পুরোপুরি জৈব সুরক্ষিত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর সে অর্থে উন্নতি হয়নি উইন্ডিজ নারী ক্রিকেট দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই তারা নেমে গেছে র্যাংকিংয়ের ছয় নম্বর স্থানে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর কিংবদন্তি ওয়ালশ।