মহানগরীর অভিজাত এলাকা জিইসি মোড়ে বিশাল স্পেস নিয়ে চালু হল ‘ওয়েল ফ্যামিলি মার্ট’। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক পরিবার ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘ওয়েল ফ্যামিলি মার্ট’ নামের এ সুপার শপটি গতকাল সোমবার উদ্বোধন করা হয়।
একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রীসহ সকল প্রকার খাদ্য ও সৌখিন পণ্যের সমাহার রয়েছে এখানে। বর্ণিল–আলো ঝলমল, মনোরম, স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে গড়ে তোলা ওয়েল ফ্যামিলি মার্টের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও লায়ন কামরুন মালেক।
ফ্যামিলি মার্টটি উদ্বোধনকালে এম এ মালেক বলেন, একটা সময় ছিল, যখন দেশে সুপারশপের ধারণাটি তেমন জনপ্রিয়তা পায়নি। এত সুপারশপও ছিল না তখন। কেবল উচ্চবিত্ত শ্রেণিই তখন ওইমুখী হতো। বর্তমানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রেতারাও সুপার সপে আসে। বাজারের চেয়ে অনেক কিছুর দামই এখানে তুলনামূলকভাবে কম।
তিনি আরো বলেন, প্রতিনিয়ত এগিয়ে চলা বিশ্বে চট্টগ্রাম যাতে পিছিয়ে না পড়ে, যাতে তাল মিলিয়ে চলতে পারে তা আমাদের সকলেরই ভাবতে হবে। ওয়েল গ্রুপ তাদের ব্যবসার সূচনালগ্ন থেকেই চট্টগ্রামের মানুষের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে চলেছে। বাংলাদেশের বস্ত্র খাতের উন্নয়নে এ গ্রুপ অসামান্য অবদান রেখে চলেছে। হাজার হাজার স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান করেছে ওয়েল গ্রুপ। ওয়েল ফুড চট্টগ্রামে বেকারিজাত পণ্যকে গুণে মানে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। দেশি খাবারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় সব খাবারকে চট্টগ্রামসহ সারাদেশে পরিচিত করেছে। তাদের উৎপাদিত খাদ্য ও বস্ত্র বিদেশে রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অনন্য ভূমিকা রাখছে। ওয়েল পার্ক স্থাপন করে দেশি–বিদেশি পর্যটকদের কাছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা রাখছে। গ্রিন হাউজ ও এগ্রো ফার্ম গড়ে তুলে রাসায়নিক মুক্ত অর্গানিক ফুডের চাহিদা মেটাতে ভূমিকা রাখা ওয়েল গ্রুপকে ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার দাবিদার করে তুলেছে। ওয়েল গ্রুপের অনন্য উদ্যোগ ওয়েল ফ্যামিলি মার্ট আভিজাত্য, রুচি ও গুণমানকে অক্ষুণ্ন রেখে সর্বমহলের প্রশংসা নিয়ে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, শিল্পোদ্যোক্তা শামসুল আলম, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, ওয়েল গ্রুপের পরিচালক ও বিজিএমইর প্রথম সহ–সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুর, শহিদুল হক আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।