চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সাথে মতবিনিময় করেছেন প্রীতিলতা ট্রাস্টের নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে দামপাড়া ওয়াসা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ট্রাস্টের নেতৃবৃন্দ বলেন, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারর নামে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট জনকল্যাণে নিবেদিত। সরকারি অনুদানে নির্মিত ভবনটি থেকেই পরিচালিত হচ্ছে সেবামূলক সকল কর্মকাণ্ড। তারা প্রীতিলতা ট্রাস্টের উন্নয়নমূলক কার্যক্রমে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতা প্রত্যাশা করেন। জবাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টের মানবসেবামূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী, সদস্য বিশ্বজিৎ দেব, আজীবন সদস্য সজল দত্ত, পাবেল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।