ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ডবলমুরিং শাখার সমাবেশ

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলুশন, চট্টগ্রাম ডবলমুরিং শাখার উদ্যোগে আগ্রাবাদস্থ কার্যালয়ে এক সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ডবলমুরিং শাখার আহ্বায়ক হাবিবুর রহমান।

জাফর ইকবালের সঞ্চালনায় সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলুশনের কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, সাবিনা সাদাত সাফা।

আরো বক্তব্য রাখেন লোকমান হোসেন, এমরান সারোয়ার, মশিউর রহমান, মোয়াজ্জেম হোসেন, মহিন উদ্দিন মাসুদ, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম, তাসলিমা আরজু, হালিমা আক্তার, রেশমা আক্তার, জুয়েনা সুলতানা, সুমাইয়া রহমান, ফাহমিদা সুলতানা ও আলিফা আক্তার।

নেতৃবৃন্দ দশই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস হিসেবে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামার চাম্পাতলী মারমা পাড়ায় কিছুক্ষণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পুকুর পাড়ে মিলল ২৭০ বোতল ফেনসিডিল