ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’র আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা গত ৬ মার্চ নগরীর জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দীন। রাজেশ্বর ধর বাসুর সঞ্চলনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন উদয়ন। বিশেষ অতিথি ছিলেন হারুন অর রশিদ, নাছির উদ্দীন, কানু দাশ, জয়া ভট্টাচার্য, এন এম খান ও স্বপন দাশ। উপস্থিত ছিলেন টিনা চেীধুরী, শাকিলা নাসরিন, রুপাল বড়ুয়া, প্রমেল বড়ুয়া, সজীব কুমার নাথ, সুজন গাইন, লরেন্স বিশ্বাস, লিংকন হাওলাদার, সাইফুল ইসলাম তাহের, মো. জাকারিয়া, রিয়াজুল ইসলাম ও বিপিন কান্তি দাশ। প্রধান অতিথি বলেন, ডেন্টিস্টদের বিভিন্ন সেমিনারের মাধ্যমে দন্ত বিষয়ে আরও জ্ঞ্যান অর্জন করতে হবে। কিভাবে নিত্য নতুন পদ্ধতিতে রোগীর রোগ নির্ণয় করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। দাঁত যে কত প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। মানবদেহের বিভিন্ন ব্যথার মধ্যে দাঁতের ব্যথা অসহনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে ভুয়া পেইজ খুলে মানবিক সাহায্য প্রার্থনা, প্রতারক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিত্যপণ্যের বাজারে অভিযান