ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস এন্ড লিডার্স (ডব্লিওজিবিএল) অ্যাওয়ার্ড পেয়েছেন এফএমসি গ্রুপের চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের জে ডব্লু ম্যারিয়ট মারকুইস হোটেলের এমিরেটস বলরুমে গত ২৬ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী ইউআরএস এশিয়া ওয়ান আয়োজিত ১৫তম এশিয়া আফ্রিকা বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম (এএবিএসএফ) ইয়াছিন চৌধুরীকে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস এন্ড লিডার্স এ ভূষিত করে। পাশাপাশি তাঁর মালিকানাধীন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডকে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ড নির্বাচিত করেছে।
প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) এবং আন্তর্জাতিক সামিয়িকী এশিয়া ওয়ান যৌথভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে প্রতি বছর। উল্লেখ্য, এবারের আয়োজনে একমাত্র বাঙালি হিসাবে ইয়াছিন চৌধুরী এবং তাঁর মালিকানাধীন এফএমসি ডকইয়ার্ডকে একমাত্র বাংলাদেশী ব্র্যান্ড হিসাবে বিশ্বের অন্যতম অভিজাত এই দুটি পুরস্কার লাভ করেন। এফএমসি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শিপইয়ার্ড হিসাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বব্যাপী ব্যাবসায়িক প্রসারের উদ্দেশ্যে বিশ্বের কয়েকটি দেশে এফএমসি গ্রুপের শাখা অফিস রয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দের। আর এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অবশ্যই কাজের স্পৃহা বহুগুণে বাড়িয়ে দেয়। পরিবারের অব্যাহত সমর্থন ও উৎসাহ এবং কর্মীদের ঐকান্তিক প্রচেষ্ঠা ও নিষ্ঠা ছাড়া এই অর্জন সম্ভবপর হতো না। প্রেস বিজ্ঞপ্তি।