‘মানবিক সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার বিকল্প নেই’

পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট খাজা রোড রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ন হিফজ মাদরাসার কৃতী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার চান্দগাঁও থানা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ শরিয়াহ বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। উদ্বোধক ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুর রহমান। প্রধান বক্তা ছিলেন ড. মাসুম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, মাওলানা কাসেম, হাফেজ মাওলানা তৈয়ব, মাওলানা ফৌজুল আজিম, মফিজুর রহমান বাবুল। বক্তব্য রাখেন হাফেজ এহসান উল্লাহ, হাফেজ সিহাব উদ্দীন, হাফেজ মুহাম্মদ শোয়াইব, হাফেজ রেজাউল করিম, হাফেজ হেলাল উদ্দিন, মিনহাজুল ইসলাম, রিয়াদুল ইসলাম, মুহাম্মদ ওয়ালীউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা ডক্টর মুহাম্মদ মাসুম চৌধুরী বলেন, মানবিক সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার বিকল্প নেই। প্রকৃত ধর্ম শিক্ষাই মানুষকে সত্যিকারের মানুষের পরিণত করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস লিডার্স অ্যাওয়ার্ড পেলেন ইয়াছিন চৌধুরী
পরবর্তী নিবন্ধশ্রমিক লীগ মহানগর ও পার্বত্য জেলার মানববন্ধন