শ্রীলংকা সফর শেষে কর্মস্থল বাংলাদেশে ফেরেননি জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। পরিবারের সান্নিধ্যে দিন কয়েক কাটাতে সেখান থেকেই ইংল্যান্ডের বিমান ধরেছেন তিনি। ছুটি কাটিয়ে যখন ফিরবেন তখন বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজটি শেষ হয়ে যাবে। ফলে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ঘরের মাটিতে লংকানদের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে তাকে পাচ্ছেন না স্বাগতিক দলের পেসাররা। ক্যারিবিয় ওটিসের বদলি হিসেবে মোস্তাফিজ-তাসকিনদের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোন কোচ। বুধবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, ওটিস গিবসন আমাদের সঙ্গে এই সিরিজে থাকছে না। সিরিজ শেষে যোগ দিবে। তার পরিবর্তে আমাদের স্থানীয় কোন কোচ দায়িত্ব পালন করবে।