২৩ মে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আগেই এক রকম নিশ্চিত করা হয়েছিল যে আগামী ২৩ মে থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজ। গতকাল তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে ঈদের পরপরই আবার মাঠে নামতে হচ্ছে টাইগারদের। গত মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে ক্রিকেটাররা। তিন দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর নামতে পারবে অনুশীলনে। এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সিরিজের সবকটি ম্যাচ হবে দিবা রাত্রির। আইসিসি ওয়ানডে ক্রিকেট লিগের অংশ এই সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলংকা ক্রিকেট দল ঢাকায় পৌঁছার পর তিন দিন কোয়ারেন্টিনে থাকবে। এরপর আগামী ২১ মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লংকানরা। এরপর ২৩, ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সুপার লিগে এটি হবে বাংলাদেশের তৃতীয় সিরিজ। এর আগে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলেও নিউজিল্যান্ডের মাঠে গিয়ে নিজেরা হোয়াইটওয়াশড হয়েছে টাইগাররা। এদিকে এই টুর্নামেন্টে এখনো পয়েন্টের দেখা পায়নি শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইওয়াশড হওয়া সিরিজে মন্থর ওভার রেটের জন্য উল্টো ২ পয়েন্ট হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নেওয়া লংকানরা এই সিরিজটিও জিততে চাইবে তাতে কোন সন্দেহ নেই। করোনা মহামারীকালে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এটি দ্বিতীয় কোনো দলের বাংলাদেশ সফর। এর আগে এ বছরের শুরুতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ সক্রিকেট দল।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজে গিবসনকে পাচ্ছে না টাইগাররা
পরবর্তী নিবন্ধব্রাজিলে নার্সারি স্কুলে ছোরা হামলায় শিশুসহ নিহত ৫