ওয়াগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কির মন্তব্য : রাশিয়ার দুর্বলতা স্পষ্ট

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

রাশিয়ারে ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীর বিদ্রোহ নিয়ে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলছেন, রাশিয়ার দুর্বলতা স্পষ্ট। পূর্ণমাত্রার দুর্বলতা। এক টুইট পোস্টে এ কথা বলেন জেলেনস্কি।

তিনি আরও বলেন, যত দীর্ঘ সময় ধরে ইউক্রেনে সেনা ও ভাড়াটে বাহিনীকে মস্কো নিয়োজিত রাখবে, নিজেদের দেশে তত বিশৃঙ্খলা দেখতে থাকবে। খবর বাংলানিউজের।

উল্লেখ্য, রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ওয়াগনার দাবি করেছে, তারা ইউক্রেন সীমান্তের কাছে রোস্তভঅনডন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে মস্কোর ৪০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর ওয়াগনার বাহিনী রাশিয়ার রাজধানী অভিমুখে যাত্রা ‘বন্ধ’ রাখার ঘোষণা দিয়েছে; রক্তপাত এড়াতে সৈন্যদের ফিরিয়ে নেওয়ার কথাও বলেছেন ইয়েভগেনি প্রিগোজিন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইডেন
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে হাজারো মৃত মাছে ছেয়ে গেছে সৈকত