রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইডেন

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান মস্কোর শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘সশস্ত্র বিদ্রোহ’ ঘোষণা করার আহ্বান জানানোর পর হোয়াইট হাউস রাশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত শুক্রবার এক মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয় অবহিত করা হয়েছে। খবর বাসসের।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাডাম হজ বলেছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মিত্র ও অংশীদারদের সাথে এই অগ্রগতির বিষয়ে পরামর্শ করব।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর অনুরোধ সত্ত্বেও টাইটানের টিকিট না কেটে প্রাণে বাঁচলেন পিতা-পুত্র
পরবর্তী নিবন্ধওয়াগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কির মন্তব্য : রাশিয়ার দুর্বলতা স্পষ্ট