ওয়াইপার ম্যালওয়্যার দিয়ে ব্যাংকের তথ্য মুছে দিচ্ছে রাশিয়া?

সামরিকের পর সাইবার হামলা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা যখন বাড়তে শুরু করে, তখনই যুক্তরাষ্ট্র সতর্কবার্তা দিয়েছিল ইউক্রেনে সাইবার হামলা চালাতে পারে রাশিয়া। সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়া সামরিক অভিযান চালানোর পর পরই ইউক্রেনের নিরাপত্তা, অভ্যন্তরীণ, বিদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটগুলো একের পর এক কাজ করা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়ার পাশাপাশি সাইবার হামলা চালিয়ে ইউক্রেনকে ভিতর থেকে একেবারে পঙ্গু করে দিতে চাইছে রাশিয়া।
বেশ কয়েকটি সূত্রের দাবি, সাইবার হামলা চালিয়ে ইউক্রেনের ব্যাঙ্কিং এবং অর্থনীতি ব্যবস্থাকে অচল করে দেওয়াই এখন লক্ষ্য রাশিয়ার। আর সেই হামলা চালাতে ওয়াইপার নামে একটি ম্যালওয়্যার ব্যবহার করছে রাশিয়া। জানা যায়, মাস দুয়েক আগেই হ্যাকিং সংক্রান্ত বেশ কয়েকটি সফটওয়্যার তৈরি করেছে রাশিয়া।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত ইউক্রেনের অজানা কথা
পরবর্তী নিবন্ধকোন অস্ত্রে ইউক্রেনকে আক্রমণ রাশিয়ার