ওষুধ পাচারে জড়িত সেই কর্মচারী সাময়িক বরখাস্ত

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সরকারি ওষুধ পাচারে জড়িত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সে-ই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক অফিস আদেশে
আশু চক্রবর্তী নামের ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের সময় হাতেনাতে দুজনকে আটক করেন আনসার সদস্যরা। এদের একজন হাসপাতালের সরকারি কর্মচারী আশু চক্রবর্তী (৩২)। তিনি ২৬ নং ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন। অপরজন মো. সৈয়দ (৫০)। তিনি হাসপাতালের বাইরের লোক। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশু চক্রবর্তীর বাসা থেকেও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে পুলিশ। আটক দুজনই বর্তমানে জেল হাজতে রয়েছেন। সরকারি কর্মচারী হওয়ায় চাকরির বিধান অনুযায়ী- আশু চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করে আটকের পরদিনই (মঙ্গলবার) আদেশ জারি করে হাসপাতাল প্রশাসন। যদিও সাময়িক বরখাস্তের এ আদেশ আগের দিন (সোমবার) থেকে কার্যকর হবে বলে হাসপাতাল প্রশাসন জানিয়েছে। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাটালি রোডে রেলের জায়গায় অবৈধ ১৬ সেমিপাকা ঘর উচ্ছেদ
পরবর্তী নিবন্ধ৮ লাখ টাকা চুরি আড়ত কর্মচারী গ্রেপ্তার