ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক কমাতে হবে

রাইসুল উদ্দিন সৈকত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবেটরিজ লিমিটেডের চেয়ারম্যান ও জুনিয়র চেম্বার চট্টগ্রামের সাবেক প্রেসিডেন্ট রাইসুল উদ্দিন সৈকত। এতে ওষুধ উৎপাদন ব্যয় কমবে। যার সুফল সাধারণ মানুষ পাবে বলে মনে করেন তিনি।
২০২১-২২ অর্থবছরের বাজেট ভাবনা নিয়ে ওষুধ শিল্পের এ বিনিয়োগকারী দৈনিক আজাদীকে বলেন, ওষুধ তৈরির যে মেশিনারিজ আমদানি হয় সেগুলোতে ১শতাংশ শুল্ক আরোপ রয়েছে। এটা ইতিবাচক হলেও তা শুল্কমুক্ত হওয়া প্রয়োজন। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেশে চাহিদার বেশিরভাগ ওষুধ দেশেই উৎপাদন হয়ে থাকে। ওষুধ এমন এক পণ্য, রোগ নিবারণের জন্য ধনী গরীব সকলকেই সেবন করতে হয়। ওষুধের মূল্য কম হলে অপেক্ষাকৃত নিম্ন থেকে নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকজন উপকৃত হবে। অথচ কিছু কিছু কাঁচামালের ডিউটি অত্যধিক থাকার কারণে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় বাজারে ওষুধের দাম বেশি। কোন কোন কাঁচামালে ৪০-৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক থাকে। আগামী বাজেটে ওষুধ তৈরির কাঁচামালের এসব উচ্চশুল্ক কমানোর উদ্যোগ নিতে হবে।
ওষুধ শিল্পের চট্টগ্রামের এ উদ্যোক্তা বলেন, বাংলাদেশের ওষুধের গুণগতমান আন্তর্জাতিক পর্যায়ের। বর্তমানে দেশে দেড় শতাধিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। তন্মধ্যে ৫০-৬০টি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে। কিন্তু ওষুধের উৎপাদন ব্যয় বেশি হওয়ায় আমাদের দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পেরে উঠছে না।
তিনি বলেন, আফ্রিকা, সুদান, ঘানাসহ অনেক গরীব দেশে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হয়। কিন্তু ওখানেও প্রতিযোগিতামূলক বাজারে আমরা পেরে উঠি না। অথচ পাশাপাশি ভারত, পাকিস্তানও অপেক্ষাকৃত কম দামে অনেক দেশে ওষুধ রপ্তানি করছে। শুধু দেশের ভাবমুর্তি ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার জন্য অনেকে আমাদের স্থানীয় বাজারের চেয়ে কমদামে ওখানে ওষুধ রপ্তানি করছে। তিনি বলেন, অনেক ওষুধ আছে অতি উচ্চমূল্যের। কিনে খেতে অনেকের কষ্টসাধ্য হয়ে পড়ে। রপ্তানিযোগ্য ওষুধের কাঁচামাল আমদানিতে বর্তমানে একটি অংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। সেখানে কাঁচামাল আমদানি পুরোপুরি শুল্কমুক্ত করা গেলে রপ্তানি অনেকগুণ বেড়ে যাবে বলে মন্তব্য এ উদ্যোক্তার।

পূর্ববর্তী নিবন্ধওষুধের কাঁচামাল তৈরিতে বাজেটে প্রণোদনা জরুরি
পরবর্তী নিবন্ধওষুধ শিল্পেও আছে অপার সম্ভাবনা চাই যথাযথ পৃষ্ঠপোষকতা