ওরা ধর্ষক

আলেয়া আরমিন আলো | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ওরা ফুল বোঝে না
বোঝে না গোলাপ বকুল
ওরা সুবাস চিনে না
তাই করে এমন ভুল!
ওরা প্রেম বোঝে না
বোঝে না মায়া মমতা
ওরা কামের তাড়নায়
ভুলে যায় মানবতা।

ওরা সোহাগ বোঝে না
বোঝে না সঙ্গমের সুখ
ওরা বিকৃত কামনায়
মিটায় শরীরের ভুখ।

ওরা সম্পর্ক বোঝে না
বোঝে না স্বজন আত্মীয়
ওরা পুরুষত্বের অহমে
পাশবিকতায় দানবীয়।

ওরা সংখ্যায় নগণ্য
আচরণে হিংস্র পশু
ওরা রাক্ষসের থাবায়
ছিঁড়ে খায় নারীশিশু।

ওরা নারীকে বোঝে না
বোঝে না নারীর মন
ওরা পুরুষের অবয়বে
গোটা পৃথিবীর দুশমন।

পূর্ববর্তী নিবন্ধদুরন্ত শৈশব
পরবর্তী নিবন্ধবায়না