ওয়াইফাই ও বৈদ্যুতিক তারবিহীন নগরী চাই

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বাংলাদেশের একটি ব্যস্ত ও প্রাণবন্ত শহর, যেখানে আধুনিক নগরায়ণের স্পর্শ প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। তবে এই নগরীর সৌন্দর্য ও কার্যকারিতা বাধাগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তারের জট এবং অনিয়ন্ত্রিত ঝুলন্ত ওয়াইফাই তারের বিস্তার দ্বারা। তারের এই বিশৃঙ্খলা শুধু শহরের দৃশ্যপটকে অগোছালো করে তুলছে না, বরং জনজীবন ও নাগরিক সেবায়ও সমস্যার সৃষ্টি করছে। এ অবস্থায়, তারবিহীন একটি নগরী গড়ে তোলা চট্টগ্রামের নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি। এক্ষেত্রে, সমাধানের জন্য উদ্ভাবনী পদক্ষেপ হিসেবে বৈদ্যুতিক ও ইন্টারনেট তারগুলো মাটির নিচে সরিয়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন একটি কার্যকর পদ্ধতি হতে পারে। এর মাধ্যমে শুধু নান্দনিকতা বৃদ্ধি পাবে না, বরং নাগরিক নিরাপত্তাও নিশ্চিত হবে। এছাড়া শহরজুড়ে ফ্রি বা কম খরচে পাবলিক ওয়াইফাই সেবা চালু করা গেলে নাগরিক জীবন ডিজিটালাইজেশনের পথে আরো একধাপ এগিয়ে যাবে। চট্টগ্রাম একটি সম্ভাবনাময় নগরী। তারবিহীন শহরের মাধ্যমে এই নগরীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আমরা বিশ্বাস করি, সরকারের যথাযথ কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব এই স্বপ্ন বাস্তবায়নের পথ সুপ্রশস্থ হবে।

হাবিব উল্লাহ রিফাত

শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্রমোহন বাগচী : রবীন্দ্রযুগের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধকুয়াশায় ভরা সকাল