ওমিক্রনের ভয়াবহতা নিয়ে সতর্ক করলেন বিল গেটস

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহতা নিয়ে সবাইকে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এই মহামারি পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন তিনি। মঙ্গলবার কয়েকটি টুইট বার্তায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ওমিক্রন সারা দেশে ছড়িয়ে যাবে। ওমিক্রন ভ্যারিয়েন্টে তার অনেক বন্ধু আক্রান্ত হয়েছে। এজন্য তিনি নিজের ছুটিগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন। খবর বাংলানিউজের।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমরা সম্ভবত আরেকটি ভয়াবহ মহামারির দিকে এগিয়ে যাচ্ছি। ওমিক্রন ভ্যারিয়েন্ট হতে পারে সেই ভয়াবহ মহামারি সৃষ্টির কারণ।

পূর্ববর্তী নিবন্ধডাইনোসরের পুরনো ভ্রূণ!
পরবর্তী নিবন্ধইউরোপে ঝড়ের সংকেত