ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

ওমান উপসাগর থেকে জব্দ করা একটি বিদেশি ট্যাঙ্কারের ১৮ ক্রু সদস্যকে আটক করেছে ইরানের কর্তৃপক্ষ, জানিয়েছে ইরানি গণমাধ্যম। হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে গতকাল শনিবার ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে। দেশটির আধাস্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আটক ক্রুরা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। খবর বিডিনিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি থামার আদেশ অগ্রাহ্য, পালিয়ে যাওয়ার চেষ্টা এবং তাদের কাছে জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র না থাকার মতো একাধিক আইন লঙ্ঘন করেছে।

ব্যাপক ভর্তুকি এবং মুদ্রার দর পতনের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে কম মূল্যের জ্বালানি তেলের দেশগুলোর মধ্যে একটি। দেশটি থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। ব্যাপক জ্বালানি চোরাচালানের লাগাম টেনে ধরতে লড়াই করে চলছে দেশটি।

পূর্ববর্তী নিবন্ধযার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন : তারেককে নিয়ে আমীর খসরু
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান