রাউজানের উজ্জ্বল দাশ (৩৭) নামের এক প্রবাসী কর্মস্থল ওমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত ৫ জুন রবিবার ওমান আল সোহার নাম স্থানে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ঘটনা ঘটে বলে প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়।
আত্মহননকারী প্রবাসী উজ্জ্বল দাশ উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মাদল দাশের পুত্র। উজ্জ্বলের স্ত্রী শিবানী দাশ বলেন, কি কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে তা জানতে পারিনি। রবিবার সকাল ১০ টার দিকে আমার সাথে শেষ কথা হয় মুঠোফোনে।
তিনি বিভিন্ন রোগে শারিরীক অশান্তির মধ্যে ছিলেন। চিকিৎসার জন্য বাড়িতে ফিরে আসতে তার কোম্পানীর কাছে ছুটি চাইলেও তাকে ছুটি দিচ্ছিল না। তিনি কাজ করতেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জনৈক প্রবাসী বিজন দাশের অধীনে। গত ১১ বছর ধরে প্রবাস জীবনে থাকা উজ্জ্বল গত বছর বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে গত ৫ মাস আগে আবার ওমানে পাড়ি জমান। প্রবাসী উজ্জ্বল দাশের সংসারে তন্ময় দাশ ও রাশ্মি দাশ নামের অপ্রাপ্ত বয়স্ক দুই সন্তান রয়েছে।