ওমানেও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:১৩ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়ে এখনো অনড় ভারত। তবে বাস্তবতা বলছে দিন যতো গড়াচ্ছে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা ততোই কমছে। আইসিসির পরিকল্পনা ভারতে না হলে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে বিশ্বকাপ। সম্ভাব্য বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানের কথাও চিন্তা করে রেখেছে আইসিসি। আরব আমিরাত ও ওমানে যৌথভাবে আয়োজিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতজুড়ে চলছে করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ। তবে গত কয়েক দিন ধরে দেশটিতে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করেছে। এসপিএন ক্রিকইনফো বলছে, করোনার প্রকোপ কমছে বলেই বিশ্বকাপ আয়োজনে আশার আলো দেখছে ভারত। আইসিসির গত মঙ্গলবারের সভায় বেশ কয়েকটি দেশ ভারত থেকে এখনই বিশ্বকাপ সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছে। তবে ভারতে করোনার প্রকোপ কমছে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এর প্রেক্ষিতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে বরকল ইউনিয়ন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে উন্নতি মাহমুদউল্লাহ- তাসকিনের