ওগো আমার প্রাণের নবী
তোমার অপমানে আজ কাঁদছে মুসলিম,
প্রতিশোধের জ্বলছে আগুন
দেশ হতে দেশান্তরে
বিশ্বাস করো তুমি আজো আছো, থাকবে
সব মুসলিমের অন্তরে অন্তরে।
ওগো আমার প্রাণের নবী
দেখিনি তোমার ছবি
তবুও যে ভালোবাসি দিবানিশি
তুমি যে সবার আঁধার দিনের
জান্নাতের রবি শশী।
ওগো আমার প্রাণের নবী
কতো আশা আমরা উম্মতের
শেষ বিচারের কঠিন তৃষ্ণনায়
হাউজে কাউসারের পানি যেন পায়
তোমার ঐ পবিত্র হাতের।
ওগো আমার প্রাণের নবী
দয়া করো, করিও সুপারিশ
কেয়ামতের কঠিন সময়ে
করিও আমাদের একটু হদিস।
ওগো আমার প্রাণের নবী
পার যেন হতে পারি
তোমার হাতে রেখে হাত
কঠিন পুলসিরাত।