দরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চালের দাম কেজিতে ৫ টাকা হারে বেড়ে ১০ টাকা থেকে ১৫ টাকা হয়েছে। গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এই দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও এবারের বিশাল বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। খবর বাংলানিউজের।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, চালের বাজারদর নিয়ন্ত্রণসহ স্বল্প-আয়ের মানুষের জন্য খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করার লক্ষ্যে আমরা ওএমএস কার্যক্রমের মাধ্যমে নিয়মিতভাবে সুলভমূল্যে চাল ও আটা বিক্রি করেছি।
চলতি ২০২১-২০২২ অর্থবছরেও এ কর্মসূচিতে ৫ লাখ ৭০ হাজার টন চাল ও ৪ লাখ ৮৫ হাজার টন গমের ফলিত আটা বিতরণ করা হচ্ছে।