উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাত পরিচয় হামলাকারী। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. আলীমুদ্দিন ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের মাঝি। খবর বিডিনিউজের।

এপিবিএন ৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রাত ১১টার দিকে ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের বাড়ির সামনে অবস্থান করছিলেন আলীমুদ্দিন। এ সময় অজ্ঞাত পরিচয় একদল লোক তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে আলীমুদ্দিনের বয়স ও বিস্তারিত পরিচয় এবং হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধওএমএসের চালের দামও বাড়ছে
পরবর্তী নিবন্ধ৮৭ হাজার ২৩০ গ্রামের উন্নয়নের জন্য রূপরেখা প্রণয়ন করা হবে