ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চবির কর্মসূচি

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে চবি মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনা।

 

সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বর, ‘স্মরণ’ চত্বর, ২নং গেইট ও বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার। উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী শিশুদের মাঝে ফারয ফাউন্ডেশনের পোশাক বিতরণ