দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। মানুষের কল্যাণে কোনো সিদ্ধান্তে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। মানুষের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। বুধবার সকালে বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মাদক সমাজের ব্যাধি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদক, চুরি–ডাকাতি বন্ধে কেউ অনৈতিক সুপারিশ করলে তাকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এ সময় হাওলা– কানুনগোপাড়া সড়কের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট নিরসনে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী ইউএনও আছিয়া খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বোয়ালখালী থানা ওসি মো. আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন আহমদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।