ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এবং হাটহাজারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফতেয়াবাদ কল্পনা প্যালেস হলে রবীন্দ্র–নজরুল জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন ভাস্কর শিল্পী অলক রায়, সভাপতিত্ব করেন ঐকতান সভাপতি তড়িৎ দাশ। স্বাগত বক্তব্য রাখেন ঐকতান সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। উদ্বোধনী বক্তব্যে সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা নতুন প্রজন্মকে বেশি বেশি করে রবীন্দ্র–নজরুল চর্চা করার আহবান জানান। প্রধান অতিথি বাঙালি সংস্কৃতির বিকাশে ঐকতানের ভূমিকার প্রশংসা করেন। অন্যান্যের বক্তব্য রাখেন দেবাশীষ পাল, বিপ্লব পাল, লিটন দে, সৌমেন চৌধুরী, সুমন চৌধুরী, সুজন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা, ছিদ্দিক হোসেন মামুন, শেলী ঘোষ, অনন্যা সেন, প্রিয়ন্তী পাল প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন ফাল্গুনী ঘোষ, নৃত্যশিল্পী মো. কামালের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন ঐকতানের ৭০ জন নৃত্যশিল্পী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বজিৎ পাল ও সুশান্ত সেন। প্রেস বিজ্ঞপ্তি।












