কবিতাকে ছুটি দিয়ে বলেছি,
অনেক হয়েছে বাস আমার সাথে,
‘এবার যাও আমার পর্ণকুটির ছেড়ে –
আমাকে একাকী বাঁচতে দাও,
এ শহর এখন কবিতার শহর নয়।‘
সবুজ ছাড়া বাঁচে কি কোনো প্রাণ!
যেখানে ছায়াবীথি থাকবে না
থাকবে না পাখির কলতান,
ইট–পাথরের স্থাপনার ভিড়ে
কোথায় কবিতার স্থান?
অভিমানে কবিতা গিয়েছে সরে
আমার পথ থেকে যোজন যোজন দূরে।
কবিতাবিহীন বিষণ্ন উদাস মুহূর্ত,
হৃদয়ের গভীরে ক্ষতের চিত্র বিমূর্ত!
ঐতিহ্যের এ শহরে
কেন এতো পরিবেশের অবক্ষয়?
সবুজ বৃক্ষ নিধনে সক্রিয় পুঁজিবাদী দল
এখানে কাটা পাহাড় আর বৃক্ষের আর্তনাদ প্রবল!
এ শহর এখন কবিতার শহর নয়।