মাঠ ঘাট পথ ফাঁকা ফাঁকা সব
জলন্ত রোদ উড়ে
যেয়ো নাকো কেউ বাহিরে কোথাও
এ এমন রোদ্দুরে।
এ এমন রোদ ঘোর প্রতিশোধ
রোগ ডেকে আনে ধীরে
খরা ডেকে আনে মাঠে প্রান্তরে
সবুজ পৃথিবী ঘিরে।
জল উড়ে চলে বাষ্পের ছলে
এমনই রৌদ্র তাপে
চেয়ে দেখো অই ঝিম ঝিম ঝিম
বাতাস কীভাবে কাঁপে!
এমন দহনে যেয়ো নাকো কেউ
খোলা আকাশের তলে
যেতে যদি হয় ছায়া নিয়ে যেয়ো
ধীরে ধীরে কৌশলে।
এ এমন রোদ জ্বরা আনে খোদ
চৌচির করে দে মাটি
কোকিল কণ্ঠে সুর আনে ঠিক
ঝেড়ে ফেলে আম আঁটি।
এ এমন রোদ দেয় না প্রবোধ
জ্বালাতন করে শুধু
উর্বরা মাটি নিষ্ফলা করে
লোকালয় করে ধু ধু!