এস আলম গ্রুপের চেয়ারম্যানের সাথে ‘প্রতারণা’, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

এস আলম গ্রুপের চেয়ারম্যানের মুঠোফোনের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ‘প্রতারণা করার’ অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত রোববার সন্ধ্যায় র‌্যাব অভিযান চালিয়ে নগরের জিইসি মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। তাকে রাতেই কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে কোতোয়ালী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কাজী নুরুল হাসান (৫২) বলে পুলিশ জানিয়েছে। প্রতারক নুরুল হাসান হাটহাজারীর বাসিন্দা। তবে থাকেন নগরীর মোমিন রোড এলাকায়। পুলিশ জানায়, গত ৯ জুন দিনের বেলায় কাজী নুরুল হাসান নিজেকে রাষ্ট্রের একজন পদস্থ সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠায়। সেখানে চেয়ারম্যানকে কলব্যাক করতে বলেন লোকটি।

এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজাদীকে বলেন, এ ঘটনায় এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন। ওই মামলায় সোমবার (গতকাল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আমরা আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়েছি। রিমান্ড প্যান্ডিং আছে। জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে সে কেন বার্তা পাঠিয়ে কলব্যাক করতে বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধসংকটে বিআইডব্লিউটিএ
পরবর্তী নিবন্ধঅন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী